ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাহ আমানতে ব্লেন্ডার-ওয়াশিং মেশিনে মিলল ৩ কোটি টাকার সোনা, আটক ২ যাত্রী

শাহ আমানতে ব্লেন্ডার-ওয়াশিং মেশিনে মিলল ৩ কোটি টাকার সোনা, আটক ২ যাত্রী

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ১৮:০৯ | আপডেট: ০২ মার্চ ২০২৪ | ১৮:২৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা শফিকুল ইসলাম ও মো. মোরশেদ নামের দুই যাত্রীর কাছ থেকে আড়াই কেজি সোনা জব্ধ করা হয়েছে। ব্লেন্ডার ও ওয়াশিং মেশিনের ভেতরে লুকিয়ে পিন্ডাকৃতি সোনাগুলো আনা হয়েছিল। 

আজ শনিবার সকালে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসব সোনা উদ্ধার করেন। 

আটক দুইজন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ও হাটহাজারী উপজেলার মো. সোলাইমানের ছেলে মোরশেদ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের জি-৯-৫২৬ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটের যাত্রী শফিকুল ও মোরশেদের লাগেজ স্ক্যানার পার হওয়ার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালান কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যৌথ তল্লাশিতে শফিুকুলের আনা ওয়াশিং মেশিনের ভেতর থেকে এক কেজি ১৪০ গ্রাম সোনা উদ্ধার হয়। এছাড়া তার কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকারও জব্দ করা হয়। সব মিলিয়ে এক কেজি ২৪০ গ্রাম সোনা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৭৩ লাখ ৪ হাজার ৭৬০ টাকা। এছাড়া মোরশেদের আনা ব্লেন্ডার মেশিনের ভেতর থেকে এক  কেজি ১০০ গ্রাম সোনার পিন্ড ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। সব মিলিয়ে এক কেজি ২০০ গ্রাম সোনা মেলে তার কাছ থেকে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

বিমানবন্দরের সহকারি কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি বলেন, ব্লেন্ডার মেশিনে বিশেষ কায়দায় সোনাগুলো লুকিয়ে রেখেছিলেন মোরশেদ। স্ক্যানিংয়ের সময় সেটা ধরা পড়ে। ওই মেশিনের মোটর কেটে আমরা একটি সোনার পিন্ড পাই, যেটা সিলভার কালারের ছিল। তার কাছ থেকে বেশকিছু স্বর্ণালংকারও আমরা জব্দ করেছি, যার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। আটক দুই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান সহকারি কাস্টমস কমিশনার।
 

আরও পড়ুন

×