সেপটিক ট্যাংকে পাওয়া গেল আওয়ামী লীগ নেতার ছেলের মরদেহ

ফাইল ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ১২:৫৭
গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শফিকুর রহমান পাভেল (৩৮)। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ আকন্দের ছেলে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা।
শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন পাভেল। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাভেলের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে রোববার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
- বিষয় :
- সেপটিক ট্যাঙ্ক
- মরদেহ উদ্ধার