নাবিক আসিফকে ফিরে পেতে আকুতি, থামছে না স্বজনদের কান্না

আশিকুর রহমান
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ | ০৯:৫০
সোমালীয় জলদস্যুদের হাতে বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণ ঘটনায় আটকে পড়াদের মধ্যে রয়েছে লোহাগাড়ার আশিকুর রহমান (২৪) ওরফে আসিফ নামের নাবিক। সে গত ১২ মার্চ মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটির নাবিক।
নাবিক আসিফকে সুস্থ শরীরে ফিরে পেতে আকুতি জানিয়েছেন মা বাবাসহ স্বজনরা। স্বজনদের কান্না থামছে না। চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবার। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার গ্রামবাসী প্রার্থনা করছেন যেন আসিফ ফিরে আসেন।
আসিফের পরিবারের প্রায় সকলেই চট্টগ্রাম মেরিন একাডেমিতে বসবাস করেন। তার বাবা ডা. আকতার হোসেন বলেন, পরিবারে চলছে চরম উৎকণ্ঠা। কারণ জিম্মি হওয়ার পর ছেলে আসিফ মুঠোফোনে শুধু একবারই কথা বলেছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। এরপর আর কোন কথা হয়নি। কারণ জলদস্যুরা তাদের সবার মুঠোফোন নিয়ে নিয়েছে।
আসিফের বাবা ডা. আকতার হোসেন জানান, গত ২০২৩ সালের নভেম্বর মাসে তার ছেলে ৯ মাসের চুক্তিতে এমভি আব্দুল্লাহ জাহাজে চাকরি নিয়েছেন।
তিনি বলেন, ছেলে বলেছিল কোরবানির সময় বাড়ি আসবে। আমরা আশায় আশায় দিন গুনছি। সে বাড়ি ফিরবে। কিন্তু এ ঘটনা হওয়ার পর থেকে এক মুহূর্ত আমরা শান্তিতে নেই।
জানা যায়, নাবিক আসিফুর রহমানের বাব ডা. আকতার হোসেন মেরিন একাডেমিতে কর্মরত। তিনি বলেন, আমার দুই ছেলে নাবিক হিসেবে কর্মরত। কিন্তু এরকম পরিস্থিতির শিকার হব কখনও বুঝতে পারিনি। আমাদের অভিযোগ হলো, সোমালিয়া উপকূল পার হবার সময় প্রত্যেক জাহাজ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সশস্ত্র গার্ড নিয়ে থাকে। কিন্তু কেএসআরএম কর্তৃপক্ষ এ ব্যাপারে জাহাজে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।
আসিফের চাচা নাসির উদ্দিন বলেন, আসিফকে নিয়ে আমাদের গ্রামের প্রত্যেক মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে। সরকার এবং কেএসআরএম কর্তৃপক্ষকে অনুরোধ রইল যাতে দ্রুত বিষয়টি সমাধান করে নাবিকদের সুস্থভাবে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।
- বিষয় :
- আটকা বাংলাদেশি
- জাহাজ
- জাহাজ জিম্মি
- নাবিক