ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাংবাদিকদের আটকে দুর্ব্যবহার করা সেই এসিল্যান্ডকে বদলি 

সাংবাদিকদের আটকে দুর্ব্যবহার করা সেই এসিল্যান্ডকে বদলি 

সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আব্দুল্লাহ-আল-নোমান সরকার

লালমনিরহাটে প্রতিনিধি 

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ | ২০:৪৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ | ২১:১০

সাংবাদিকদের অফিসে আটকে রেখে দুর্ব্যবহার ও জেলে পাঠানোর হুমকির ঘটনায় লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আব্দুল্লাহ-আল-নোমান সরকারকে বদলি করা হয়েছে। তাঁকে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল শুক্রবার লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ এই তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার সদর ভূমি অফিসে এসিল্যান্ডের অনুপস্থিতিতে অফিসের তিনজন কর্মচারী ভূমি সংক্রান্ত শুনানি শুরু করেন। সেটি ভিডিও করছিলেন মাই টিভি ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মাহফুজ সাজু। এতে ক্ষিপ্ত হয়ে অফিসের কর্মীরা এসিল্যান্ডকে খবর দেয়। তিনি অফিসে এসে মাহফুজ সাজুকে অফিসে আটকে রাখার নির্দেশ দেন। পরে খবর পেয়ে আরও চারজন সাংবাদিক ভূমি অফিসে গেলে তাদেরকেও অফিসে আটকে রাখা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম মমিন ভূমি অফিসে এসে গেটের তালা খুলে সাংবাদিকদের মুক্ত করেন। এ সময় এসিল্যান্ড উপস্থিত সাংবাদিকদের দালাল বলে গালিগালাজ করেন। সাংবাদিকরা তখন অফিসে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন। 

এরপর সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করলে এসিল্যান্ড তাঁর অফিস থেকে বের হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক টিভি চ্যানেলের ক্যামরোপারসনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা শহরের মিশনমোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন ঘটনাস্থলে এসে সাংবাদিকদের আশ্বস্ত করলে তারা কর্মসূচি স্থগিত করেন। 
 

আরও পড়ুন

×