‘অস্ত্রের বিনিময়ে মাদক’ চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চক্রের ৩ সদস্য। ছবি: সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ২২:২৯
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক, অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের মধ্যে তিনজন ‘অস্ত্রের বিনিময়ে মাদক’ লেনদেন চক্রের সদস্য এবং একজন শীর্ষ মাদক চোরাকারবারি। তাদের কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে কক্সবাজারের র্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব জাদিমুরা এলাকার ইমাম হোসেনের ছেলে ইয়ামিন আরাফাত ওরফে কালু (২১), হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আবুল কাশেম (৩৮), খুলনা সদর উপজেলার আবুল কালামের ছেলে সাকির আহম্মদ সাগর (২৬) ও দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী এলাকার নওশের মোড়লের ছেলে মো. নুরুজ্জামান (২৮)। তাদের মধ্যে কালু শীর্ষ মাদক কারবারি এবং অন্যরা অস্ত্রের বিনিময়ে মাদক লেনদেন চক্রের সদস্য। প্রত্যেকের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ নানা অভিযোগে টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সাজ্জাদ হোসেন বলেন, সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা নগদ টাকার পাশাপাশি মাদকের বিনিময়েও অস্ত্র লেনদেন করত। এ ছাড়া হ্নীলা ইউনিয়নের পূর্ব জাদিমুরা এলাকায় নাফ নদ সীমান্তে পৃথক অভিযানে দুই লাখ ইয়াবাসহ কালুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় পৃথক মামলা করা হয়েছে।
- বিষয় :
- কক্সবাজার
- গ্রেপ্তার
- অস্ত্র বিক্রি