যশোরে ব্রয়লার ১৭৫ টাকায় বিক্রি

রমজান উপলক্ষে যশোরে কম দামে মুরগি বিক্রি কার্যকম উদ্বোধন করা হয়। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৬:৫৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৭:২০
পবিত্র রমজান উপলক্ষে যশোরে বাজার দরের চেয়ে কম দামে ব্রয়লার মুরগি বিক্রি শুরু করেছে আফিল অ্যাগ্রো লিমিটেড। এ কার্যক্রমের আওতায় ভোক্তা সরাসরি ব্রয়লার মুরগি ১৭৫ টাকা কেজি দরে কিনতে পারবেন। এছাড়া মুরগির ডিম প্রতিপিস ৯ টাকা ৪০ পয়সা দরে কিনতে পারবেন। বাজারের চেয়ে কম মূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
জেলাপ্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় সোমবার আফিল এগ্রো’র চাঁচড়া কার্যালয়ে এ বিক্রয় কার্যক্রম চালু করা হয়। এদিন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু ও সরকারি মুরগির খামারের উপ-পরিচালক বখতিয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, বাজারে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে, আর ডিম দশ থেকে সাড়ে দশ টাকা পিস বিক্রি হচ্ছে। দাম একটু সহনীয় রাখতে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যে ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রমজান মাস জুড়ে এ কার্যক্রম চলবে।
আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু জানান, রমজান মাসে সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় আমিষের ঘাটতি পূরণে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
ডিম কিনতে আসা রেলগেট এলাকার আজিজুল ইসলাম বলেন, বাজারে ২১০ টাকা করে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে। এখানে ১৭৫ টাকা কেজি শুনে কিনতে এসেছি। দু’কেজি মুরগিতে ৫০ থেকে ৬০ টাকা সাশ্রয় হবে। আবার ডিমের দামও বাজারের চেয়ে এক টাকা কম।
- বিষয় :
- যশোর
- ব্রয়লার মুরগি