তরুণকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৭:০৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৭:১৫
সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান আলী (২০) নামে এক তরুণকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আরমান উল্লাপাড়া উপজেলার ওলিপুর গ্রামের আহসান হকের ছেলে।
সোমবার দুপুরে কামারখন্দ উপজেলার নলকা সেতুর পাশে বটতলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের চাচা জুয়েল হোসেন জানান, আরমান রোববার সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, দুর্বৃত্তরা যাত্রীর ছদ্মবেশে উঠে আরমানকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- গলা কেটে হত্যা
- অটোরিকশা ছিনতাই