‘বিকাশ করুন, আপনার মিটার পৌঁছে দেওয়া হবে’

ছবি: সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ১০:২৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ১২:২৬
নাটোরের লালপুরে এক রাতে ১০টি রাইস মিল ও কাঠ মিলের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটারগুলো যেখান থেকে চুরি হয়েছে সেখানে একটি ফোন নম্বর কাগজে সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেই নম্বরে কল করা হলে ভুক্তভোগীদের বলা হচ্ছে মিটার ফেরত পেতে চাইলে বিকাশের মাধ্যমে আট হাজার পাঠিয়ে দেন, আপনার মিটার আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার ভোরে উপজেলার শ্বালেশ্বর, কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর, কালুপাড়া ও বিভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার থানায় একটি লিখিত অভিযোগ করেন লালপুর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম অলিউল ইসলাম। এছাড়াও লিখে রাখা ফোন নম্বর সংগ্রহ ও দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এজিএম অলিউল ইসলাম বলেন, লালপুরে এ প্রথম এমন ঘটনা ঘটেছে। যে দশটি মিটার চুরি হয়েছে তার মধ্যে ৮টি সদর দপ্তরের আর দুটি আমাদের অফিসের।
ভুক্তভোগীরা হলেন- উপজেলার কলসনগর গ্রামের আমিরুল ইসলাম, বাচ্চু বিশ্বাস, সাতপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফ, সেকান্দার আলী, চাঁদপুর গ্রামের আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, ভবানীপুর গ্রামের খোয়াজ হাজী, শালেশ্বর গ্রামের আমির আলী।
ভুক্তভোগী রাইস মিল মালিক আমিরুল জানান, তার মিল থেকে রিডিং মিটার রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মিটারের স্থানে একটি ফোন নাম্বার লিখে রেখে যায়। সেখানে লেখা ছিল ‘এই মিটার নিতে হলে ০১৯৪০-৯৭৪৮৯৭ এ নম্বরে কল দিয়ে যোগাযোগ করেন। ওই নাম্বারে ফোন দিলে চক্রটি জানায়, মিটার নিতে চাইলে আট হাজার টাকা বিকাশ করেন। আমরা আপনার কাছে মিটার পৌঁছে দেব।
লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নাটোর
- চুরি
- বিকাশ
- মিটার চুরি