ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে যুবকের মৃত্যু

দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে যুবকের মৃত্যু

যুবকের মরদেহ উদ্ধার করছে ডুবুরি দল। ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ১৯:৪৬

গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাটে শুক্রবার সকালে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ফিরোজ শেখ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ফিরোজ শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ট্রাক টার্মিনাল এলাকার আজগর আলী শেখের ছেলে। তিনি সেলফি পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৭টার দিকে পন্টুন থেকে নদীতে পড়ে যান এক তরুণ। ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌ-পুলিশকে খবর দেন। সাড়ে ৮টার পর ফায়ার সার্ভিস ও আরিচার ডুবুরি দল এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

আজগর আলী শেখ বলেন, বৃহস্পতিবার রাতে এক স্বজনের বাড়ি গোয়ালন্দে বেড়াতে গিয়েছিল ফিরোজ। শুক্রবার সকালে বাড়ি ফেরার সময় দৌলতদিয়া ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করছিল। এ সময় অসুস্থ হয়ে নদীতে পড়ে যায়। সে মৃগী রোগে আক্রান্ত ছিল।  

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লিডার মো. সাবেকুল ইসলাম জানান, ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই তরুণের লাশ উদ্ধার করে দৌলতদিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×