ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তদারকির কারণে গরুর মাংস ৫৯৫ টাকা, বেগুন ৩০ টাকা

ভোক্তার ডিজি বললেন

তদারকির কারণে গরুর মাংস ৫৯৫ টাকা, বেগুন ৩০ টাকা

ছবি- সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ২০:৫২ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ২০:৫২

বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়ত বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির কারণে দ্রব্যমূল্য কমছে। ৮০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় নেমেছে।

শনিবার রংপুর নগরীর সিটি বাজার তদারকি শেষে ভোক্তার ডিজি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বেগুনের কেজি ১০০ টাকা ছিল। সেটি কমে এখন ৩০ টাকা। ৮০ টাকা হালির লেবু ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। সেটি মিডিয়ায় প্রচার হয়নি। পণ্যের উচ্চমূল্য প্রচার হলেও দাম কমার বিষয়টি প্রচার হয় না। ফলে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সুযোগ নেয়।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘পবিত্র রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে, সে বিষয়ে তদারকির জন্য এসেছি। আমরা বাজারে এলে দাম কমে। চলে গেলে দাম বাড়ে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি জেলায় ভেজাল ও নকল প্রতিরোধে কাজ করা হচ্ছে। রংপুরে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ড্রামে রাখায় সয়াবিন আর পাম অয়েল পার্থক্য করা মুশকিল। এ নিয়ে কাজ করছি আমরা।’

সিটি বাজার তদারকির সময় বিএসটিআইর নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে খোলা তেল বাজারজাত বন্ধে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×