ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রুমায় সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে

রুমায় সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে

বান্দরবানের রুমা সোনালী ব্যাংক শাখা

আহমেদ কুতুব, বান্দরবানের রুমা থেকে

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১১:৪৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১১:৫৬

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ওই শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার নারায়ন দাশ। লেনদেন কবে শুরু হবে তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। 

ঝুঁকিপূর্ণ বিবেচনায় বান্দরবানে আজ বৃহস্পতিবারও সোনালী ব্যাংকের সাতটি শাখার মধ্যে তিনটি শাখা বন্ধ রয়েছে বলে জানা গেছে। শাখাগুলো হলো– রুমা, থানচি ও রোয়াংছড়ি। এসব শাখার গ্রাহকরা অন্য শাখা থেকে লেনদেন করতে পারবেন। পরপর দু’দিন অস্ত্রধারীদের হামলার পর বুধবার সোনালী ব্যাংকের বান্দরবান সদর শাখা ছাড়া অন্যগুলো বন্ধ ছিল। 

সোনালী ব্যাংকের বান্দরবান অঞ্চলপ্রধান ওসমান গনি সমকালকে বলেন, রুমা শাখার ভল্ট খতিয়ে দেখে সব টাকা অক্ষত পাওয়া গেছে। কোনো টাকা খোয়া যায়নি। আর থানচি শাখায় কত টাকা খোয়া গেছে; পূর্ণাঙ্গ হিসাব চলছে। তবে খোয়া যাওয়া টাকার পরিমাণ ১৫ লাখ টাকার আশপাশে।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, ভারী অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা শাখায় ঢুকে পড়ে। এ কারণে প্রতিরোধ করা যায়নি।

আরও পড়ুন

×