ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সহস্রাধিক মানুষকে ঈদ সামগ্রী তুলে দিল জেএস ভিউ ফাউন্ডেশন

সহস্রাধিক মানুষকে ঈদ সামগ্রী তুলে দিল জেএস ভিউ ফাউন্ডেশন

সহস্রাধিক মানুষের হাতে ইফতার ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ১৯:৫৪

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও অসহায় প্রায় সহস্রাধিক মানুষের হাতে ইফতার ও ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছে জেএস ভিউ ফাউন্ডেশন।

২৭ রমজান থেকে ফাউন্ডেশনটি জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণের কাজ করে যাচ্ছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল কয়েক হাজার শাড়ি-লুঙ্গিসহ নগদ অর্থ। 

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মো. সোহাগ হোসেন পাটোয়ারী জানান, প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লার বরুড়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। জেএস ভিউ ফাউন্ডেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবসময় পাশে আছে।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেএস ভিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাবিব উল্লাহ (ডিলার), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য জেএস ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মুন ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি মো. সোহাগ হোসেন পাটোয়ারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন এবং জেএস ভিউ ফাউন্ডেশনের এমডি জুয়েল রানাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন

×