মাঝরাতে বেপরোয়া গতির বাইক, ঝরল তিন তরুণের প্রাণ

প্রতীকী ছবি
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ | ১৭:৫৬
সিলেটের জকিগঞ্জে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের (বাইক) মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিন তরুণের। শুক্রবার গভীর রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় ঘটে দুর্ঘটনাটি। তিনজনের মধ্যে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।
নিহত তরুণরা হলেন– জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। ফুয়াদ বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
একটি মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন আদিল হোসাইন, জাকারিয়া আহমদ ও মিলন আহমেদ নামের তিন তরুণ। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা বেপরোয়া গতিতে শুক্রবার রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলই তীব্র গতিতে চালানো হচ্ছিল। বিপরীত দিকের মোটরসাইকেলে ছিলেন রেদওয়ান আহমদ ফুয়াদ।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তাৎক্ষণিক জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান রেদওয়ান আহমদ ফুয়াদ। মিলন আহমদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই তিন তরুণের মৃত্যুর বিষয়টি আজ শনিবার সমকালকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
- বিষয় :
- মোটরসাইকেল আরোহী নিহত
- সড়ক দুর্ঘটনা
- সিলেট