মহাসড়কের পাশে পড়ে ছিল দাঁতহীন মৃত হাতি

ছবি- সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ২৩:০৩
গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকা থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করে মাটিচাপা দিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মৃত হাতিটি দেখতে পান স্থানীয়রা। হাতিটি মাথায় ছিল ক্ষতচিহ্ন। দেখে বোঝা যায়, দাঁতগুলো তুলে নেওয়া হয়েছে।
উদ্যানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম সমকালকে জানান, হাতিটির বয়স ৬ বছরের বেশি হবে না। এটি একটি পোষা হাতি। কোনো কারণে হয়তো হাতিটি মারা গেছে। পরে মালিক মৃত হাতিটি মহাসড়কের পাশে ফেলে গেছে। দাঁত তুলে নেওয়ায় মাথায় ক্ষতচিহ্ন হয়েছে।
এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় বন বিভাগের পক্ষ থেকে বাউপাড়া বিট কর্মকর্তা মো. শামসুদ্দিন একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওই কর্মকর্তা জানান, যেখানে মৃত হাতিটি পড়ে ছিল, তার একটু দূরে সেটা পুঁতে ফেলা হয়েছে। এর আগে ময়নাতদন্ত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গাজীপুর সদর থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করেন।
রুবিয়া ইসলাম জানান, মৃত হাতির মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
- বিষয় :
- হাতির মৃত্যু
- হাতি
- হাতি হত্যা