ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর হামলা মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী

ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর হামলা মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী

নড়াইলে মতবিনিময় সভা স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সমকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ১৯:১৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ১৯:২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন চিকিৎসকদের সুরক্ষার বিষয়ে বলেছেন, ‘ভুল চিকিৎসার অজুহাতে অহেতুক ডাক্তারদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। আপনারা নির্ভয়ে কাজ করেন। আমরা আপনাদের সুরক্ষা দেব। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের সর্বোচ্চ পেশাদারিত্বে সঙ্গে সেবা দেবেন।’ 

আজ শনিবার বিকেলে নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্টে উন্নতকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গফফারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র সাহা প্রমুখ। এর আগে প্রধান অতিথি দুপুরে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ৩ তলা ভবন ও ৩ তলা কোয়াটার উদ্বোধন করেন। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। জনগণ যদি তৃণমূলে ভালো স্বাস্থ্যসেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবেন না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে সেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসাসেবার উপর সাধারণ জনগণের আস্থা আরও বেড়ে যাবে।’

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক হাসপাতালের বিষয়ে বলেন, ‘যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই বা উপযুক্ত পরিবেশ নেই সেগুলোর অনুমোদন না দিতে স্বাস্থ্য বিভাগকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শর্তাবলী মানতে হবে। কারণ মানুষের জীবন একটাই, জীবন চলে গেলে তা ফিরে আসে না।’ 

নড়াইল গণপূর্ত বিভাগের আওতায় বঙ্গ বিল্ডার্স লিমিটেড ও মেসার্স ইডেন প্রাইজ জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৪ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে ৮তলা বিশিষ্ট অত্যাধুনিক ২৫০ শয্যার হাসপাতাল ভবনটি নির্মাণ করবে।

আরও পড়ুন

×