ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৪:৩৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ১৪:৪৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রোকেয়া বেগম (৬০)। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত রোকেয়া একই উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের প্রয়াত ইয়াকুব সিকদারের স্ত্রী।

মাওয়া রেলওয়ের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম সমকালকে জানান, আজ সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে খুলনা যাচ্ছিলো। ট্রেনটি জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা অতিক্রম করছিলো। এ সময় কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্বপাশে বৃদ্ধা রোকেয়া ট্রেনলাইন পারাপার হতে গেলে নিচে কাটা পড়েন। 

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

আরও পড়ুন

×