ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ২১ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড
১০ জনের যাবজ্জীবন

ছবি- সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৪ | ০৪:০২
হবিগঞ্জের ব্যবসায়ী হারুন আহমেদ হত্যার ঘটনায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আজিজুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জালাল আহমেদ, মিলন মিয়া, ফজল মিয়া, কুতুব আলী, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাস মিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ছায়েদ আলী, নিমতাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, সালাম মিয়া, জিয়াউর রহমান, আয়াত আলী, ইছাক আলী, জজ মিয়া ও ইব্রাহিম মিয়া।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৩ সালে ১৪ ফেব্রুয়ারি সদর উপজেলার হুরগাঁও গ্রামে সামাজিক বিচারক ও এলাকার মুরুব্বি হারুন মিয়াকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের ভাই সুমন আহমেদ ৪৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২১ বছর পর ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
তিনি আরও জানান, ৪৭ আসামির মধ্যে সাজাপ্রাপ্ত ১৭ জন ছাড়া বাকি সবাইকে বেকসুর খাসাস দিয়েছেন আদালত। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩৯ আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- হত্যা মামলা
- রায় ঘোষণা