ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ফাইল ছবি

কুমিল্লা ও নাঙ্গলকোট প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ০০:১৯

মাত্র ২৪ ঘণ্টা আগে স্থগিত করা হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাইকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাওয়ায় একদিন আগে সোমবার সন্ধ্যায় নির্বাচনটি স্থগিত করা হয়।

সোমবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান। 

নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করেন। গত ২৫ এপ্রিল হাইকোর্ট বিভাগ মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ প্রদান করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করেন। সোমবার এ বিষয়ে কোনো আদালত আদেশ দেয়নি। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ মে অনুষ্ঠেয় নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান সমকালকে বলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে মেইলে পাওয়া গেছে। পরে রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে মোট ৯ প্রার্থী ছিলেন।

আরও পড়ুন

×