ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তীব্র তাপদাহের প্রভাব সবজি চাষে

তীব্র তাপদাহের প্রভাব সবজি চাষে

তাপদাহে ক্ষতিগ্রস্ত লাউগাছ। ছবি: সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪ | ১১:৫৮ | আপডেট: ১০ মে ২০২৪ | ১৫:৩০

তীব্র তাপদাহে রাজবাড়ীতে সবজি চাষে বিরূপ প্রভাব পড়েছে। সবজি নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। চাষিরা বলছেন, তাপদাহ থেকে উত্তরণে নানা উদ্যোগ নিয়েও কোনো লাভ হয়নি। কৃষি কর্মকর্তারা বলছেন, তাপদাহের কারণে অধিকাংশ সবজিক্ষেত আক্রান্ত হয়েছে। বেশি প্রভাব পড়েছে চরাঞ্চলে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসের অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে করলা, লাউ, বেগুন, পটোল, টমেটো, শসা ইত্যাদি সবজির ক্ষতি হয়েছে। লাউগাছের পাতা হলুদ হয়ে পচে যাচ্ছে। লাউয়ের জালি নষ্ট হয়ে গেছে। 

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, তিনি আধুনিক মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছিলেন। কিন্তু ফলন আসার সঙ্গে সঙ্গে গাছ মারা যাচ্ছে। ক্ষেতের অধিকাংশ গাছ মারা গেছে। প্রচণ্ড তাপদাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। গাছ ভালো রাখতে নানা রকম কীটনাশক ব্যবহার করলেও গাছ আর বাঁচানো যায়নি। 

কৃষক আবুল মিয়া জানান, তাপদাহের কারণে তাঁর করলা ও শসা নষ্ট হয়ে গেছে। সবজি ভালো রাখার জন্য ওষুধ দিয়েও কোনো লাভ হয়নি। তাঁর আড়াই বিঘা জমিতে করলা চাষে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এ টাকা উঠবে না বলে আশঙ্কা করেন তিনি। 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, তাপদাহে রাজবাড়ীতে বাদামে প্রচণ্ড প্রভাব পড়েছে। বাদামের ক্ষতির পরিমাণের ওপর একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। এ ছাড়া তাপদাহে লাউ ও করলার আকার তুলনামূলক ছোট হয়ে গেছে। যতটা বড় হওয়ার কথা তা হয়নি। তবে কিছু সবজি আছে খরা সহনশীল। 

বৃষ্টি হলে সেটা রিকভারি করতে পারে। বাংলাদেশের কৃষক অদম্য মেধাবী। তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আশা তাঁর। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে চলতি বছর ৪ হাজার ১০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৫১৬ হেক্টর জমির সবজিতে তাপদাহের প্রভাব পড়েছে।

আরও পড়ুন

×