সাতক্ষীরা থেকে ঢাকায় আসছিল রাসায়নিক মিশ্রিত আম ও জেলিযুক্ত চিংড়ি
১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ছবি- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৮:২২
সাতক্ষীরায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রাসায়নিক মিশ্রিত ৭২০ কেজি আম এবং ক্ষতিকারক জেলি পুশ করা ৪০৯ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল।
সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অসিত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে এসব আম ও চিংড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ চিংড়ি ব্যবসায়ী ও এক আম ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা দেওয়া ব্যবসায়ীরা হলেন আশাশুনি উপজেলার বুরাখাড়াটি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল লতিফের ছেলে মিলন মাহমুদ, একই উপজেলার দরগাহপুর গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে জাহিদ হোসেন এবং সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার ফজলু সরদারের ছেলে আম ব্যবসায়ী শাহিন সরদার।
অসিত কুমার সরকার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে আশাশুনি মৎস্যকাটি থেকে আসা ৫টি ট্রাক এবং ২টি ইঞ্জিনভ্যান শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকগুলো থেকে পরীক্ষা নিরীক্ষা করে ১৭ ক্যারেট জেলি মিশ্রিত বাগদা চিংড়ি ও ৩১ ক্যারেট রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির ওজন ৪০৯ কেজি এবং আমের ওজন ৭২০ কেজি।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিংড়ি ব্যবসায়ী মিলন মাহমুদকে ৬৫ হাজার টাকা, জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা এবং আম ব্যবসায়ী শাহিন সরদারকে ৩০ হাজার টাকাসহ ৩ জনের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত আম ট্রাকের চাকায় পিষে এবং চিংড়িগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সাতক্ষীরার আম ও মাছের সুখ্যাতি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
- বিষয় :
- চিংড়ি
- ভ্রাম্যমাণ আদালত
- এনএসআই