স্কুলড্রেস না পরায় ছাত্রকে পিটিয়ে কক্ষে আটক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভুক্তভোগী ছাত্র
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৪ মে ২০২৪ | ২২:৩৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্ধারিত পোশাক (স্কুলড্রেস) না পরে বিদ্যালয়ে যাওয়ায় এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সোবহানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিক্ষার্থী হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। সোমবার স্কুলড্রেস ময়লা থাকায় সে সাধারণ পোশাক পরে বিদ্যালয়ে যায়। এ কারণে তাকে শ্রেণিকক্ষের বাইরে বেত দিয়ে পেটাতে শুরু করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে আবদুস সোবহান। তাকে দীর্ঘ সময় রোদে দাঁড় করিয়ে রাখেন তিনি। পরে একটি কক্ষে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ রাখেন। ওই শিক্ষার্থীকে নির্যাতন করতে দেখে তার কয়েক সহপাঠী ভয়ে বিদ্যালয় থেকে পালিয়ে যায়। এর পর তার অভিভাবকদের খবর দেয় তারা। ভুক্তভোগীর বাবা বিদ্যালয়ে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, ‘প্রধান শিক্ষক আবদুস সোবহান আমার ছেলেকে বেধড়ক পিটিয়েছেন। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল হক জানান, ওই শিক্ষার্থীর বাঁ কাঁধে ও কনুইতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসায় একটু সুস্থ হলে গতকাল মঙ্গলবার সকালে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।
এ বিষয়ে কথা বলতে আবদুস সোবহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘আমি লালমনিরহাটে আছি, সাক্ষাতে কথা হবে।’
শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীকে মারধরের বিষয়টি দুঃখজনক। অভিযোগ পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।