ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

শাহদাত হোসেন ও কাদের মির্জা। ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৪ | ২১:৩৭

আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যা দিয়েছেন তাঁর ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শাহাদাতের প্রতিদ্বন্দ্বী গোলাম শরিফ চৌধুরী পিপুলের সমর্থনে মঙ্গলবার রাতে বসুরহাট পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় কাদের মির্জা বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির আত্মীয়স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আজকে একটা ছেলে (নিজের ছোট ভাই শাহাদাত), কুলাঙ্গার শাহাদাত মন্ত্রীর নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছে। তার জন্য ওবায়দুল কাদের ঘুমাতে পারেন না। তিনি আজকে অসহায়, সাংবাদিকদের সামনে গেলে চেহারা খারাপ হয়ে যায়। কী জানি, সাংবাদিকরা কী আবার জিজ্ঞাসা করেন? শেখ হাসিনার কাছে জবাব দিতে পারেন না। ওবায়দুল কাদের বলেছেন, শাহাদাত আমার ভাই না; আমিও বলছি, শাহাদাত আমারও ভাই না। সে ওবায়দুল কাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে। তার কারণে ওবায়দুল কাদের সারাদেশের মানুষের কাছে চেহারা দেখাতে কষ্ট পান।’

বসুরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত সভায় কাদের মির্জা বলেন, ‘আজকে আমার কষ্টে বুক ফেটে যায়। আমি বসুরহাট পৌরসভার মেয়র, শাহাদাত আমার অনেক ছোট। আর সে উপজেলা চেয়ারম্যান হবে। এটা কেমন কথা! আমার ইজ্জত থাকবে?’

তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, আপনারা তাকে একটি ভোটও দেবেন না। সে ওবায়দুল কাদেরের ইজ্জত নষ্ট করেছে। আমার পরিবারের ইজ্জত নষ্ট করেছে।’ 

আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এতে কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ সমর্থন দিচ্ছে দলের জেলা শাখার নেতা পিপুলকে।

আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রসঙ্গে কাদের মির্জা বলেন, ‘সে পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিল। কোম্পানীগঞ্জে সে কিছুই করে নাই। সে শুধু চর দখল করেছে। সব কাজ করেছে আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’

আরও পড়ুন

×