ভোটকেন্দ্রে এসে মারধর খাইয়েন না, জামায়াত-বিএনপির উদ্দেশ্যে কাদের মির্জা

মতবিনিময় সভায় আবদুল কাদের মির্জা। ছবি: সমকাল
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১৭:০৪ | আপডেট: ২৩ মে ২০২৪ | ১৭:২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জামায়াত-বিএনপির ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আওয়ামী লীগ মানেন না, ভোট মানেন না, এটা আপনাদের ভোট না, আপনাদের কোনো প্রার্থী ভোটে দাঁড়াননি, আপনারাতো ভোটে বিশ্বাসও করেন না। তাই আপনারা ভোটকেন্দ্রে আসবেন না, কেন্দ্রে এসে মারধর খাইয়েন না। আগামী ২৯ তারিখ ভোট শেষ হবে। তারপর আপনাদেরকে চিহ্নিত করা হবে।
বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের সমর্থনে বসুরহাট পৌর বাসস্ট্যান্ডে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালীর বাস মালিক সমিতির সভাপতি একরাম উদ্দিন চৌধুরী সবুজ। সভায় আরও উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন বাবর ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার।
আনারস সমর্থিত প্রার্থী পিপুল চৌধুরী ছাড়াও অন্য প্রার্থীরা হলেন- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মোটরসাইকেলের প্রার্থী ওমর আলী রাজ।
তার সমর্থিত তিন প্রার্থীকে জেতাতে উঠেপড়ে লেগেছেন কাদের মির্জা। প্রতিদিন কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করছেন তিনি।
- বিষয় :
- উপজেলা নির্বাচন
- নোয়াখালী
- কাদের মির্জা