ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সেতুমন্ত্রীর ভাই বললেন

এই পরিবারে জন্ম নেওয়া ভুল হয়েছে 

এই পরিবারে জন্ম নেওয়া ভুল হয়েছে 

বসুরহাটে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন শাহাদাত হোসেন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ০৯:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেছেন, ‘এই পরিবারে আমার জন্মগ্রহণ ভুল হয়েছে। যদি জানতাম, তাহলে মাকে বলতাম, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো।’

শাহাদাত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। শুক্রবার রাতে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। শাহাদাত বলেন, ‘তারা দুজন (ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জা) ভাই, আর কেউ না। আর সবাই শৃগাল, কুকুর।’ মেয়র কাদের মির্জাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি আমাদের কুলাঙ্গার বলেন, আমরা নাকি কুলাঙ্গার, এরা কীসের ভাই! এ বিচার কার কাছে চাইব?’ শাহাদাত হোসেন আরও বলেন, ‘গত পাঁচ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন সিজারের মাধ্যমে। একজন লোকও জনগণের ভোটে নির্বাচিত হননি।। আগামী ২৯ মে বিপুল ভোটে জয়লাভের আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের লোকজনকে বিএনপি-জামায়াত বানিয়ে ২০২৩ সালের মামলায় পুলিশ চালান দিচ্ছে অভিযোগ করে শাহাদাত হোসেন বলেন, ‘সবকিছুর জন্য দায়ী আমার বড় ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি কোম্পানীগঞ্জে রাম রাজত্ব কায়েম করেছেন।’ 

আরও পড়ুন

×