ট্রলার থেকে পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৪ | ১৯:০৪
সুনামগঞ্জের মধ্যনগরে ইঞ্জিলচালিত ট্রলার থেকে পড়ে সাফেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাফেল ওই ইউনিয়নের কাউহানী গ্রামের মৃত আলী নূরের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বংশীকুন্ডা বাজার থেকে ট্রলারে করে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল সে।
সাফেল বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের বন্ধু সাগর মিয়াকে নিয়ে সাগরের ট্রলারে করে কেনাকাটার জন্য বংশীকুন্ডা বাজারে যায়। বাজার থেকে ফেরার সময় সাফেল ও সাগর ইমরান হোসেন ও জুবায়ের নামে আরও দু’জন যুবককে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ওই ট্রলারে করে বাড়ির দিকে রওনা দেয়। ফেরার সময় সাফেল ট্রলারের চালক হিসেবে বৈঠা ধরে এবং অন্যরা ট্রলারের গলুইয়ে আড্ডা দিতে বসে। ট্রলারটি বাজার থেকে তিন কিলোমিটার দূরে সানুয়া গ্রামের পূর্বে মনাই নদীতে এলে হঠাৎ ট্রলার থেকে পানিতে পড়ে যায় সাফেল। এ সময় নৌকায় থাকা অন্য যুবকদের চিৎকারে আশপাশের লোকজন এসে পানিতে নেমে খোঁজাখুঁজি করে। তবে তারা সাফেলকে উদ্ধার করতে ব্যর্থ হয়। শুক্রবার সকালে সাফেলের পরিবারের লোকজন ও স্থানীয়রা জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার হয়।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, ভিকটিমের মুখে, গলায় ও বুকে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রলারের ইঞ্জিনের পাখায় পড়ে গুরুতর আঘাত পেয়েই পানিতে তলিয়ে যায় সে।