ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সীমান্তে মর্টারশেল ও গুলির বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা

সীমান্তে মর্টারশেল ও গুলির বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৪ | ১৯:০২

মিয়ানমারের রাখাইন রাজ্যের কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মর্টারশেল ও গুলির বিকট শব্দ শোনা যায়।

শাহপরীর দ্বীপে জেটিতে থাকা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নোমান বলেন, দুপুরে মিয়ানমারের অভ্যন্তরের জলসীমায় নাফ নদীতে মর্টারশেল বিস্ফোরিত হয়। এসময় ধোঁয়া দেখা গেছে। শুধু তাই নয়, ওপারের তুমুল গুলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে সীমান্তের বসবাসকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার বিকট শব্দের বিষয়টি স্বীকার করে টেকনাফ শাহপরীর দ্বীপে ইউপি সদস্য আবদুস বলেন, ‘সীমান্তে বুধবার রাতে গুলির শব্দ শুনা গেছে। নাফ নদের কারণে ওপারে কোন এলাকায় এ ঘটনা ঘটেছে সেটা বলা মুশকিল। আজ বিকেল পর্যন্ত ওপারের গোলার শব্দ পাওয়া গেছে। কিন্তু রাতে এত বেশি শব্দের বিকট আওয়াজ ছিল যে ঘুমাতে পারেনি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘এখনও মিয়ানমার সীমান্তে গুলি বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল আট দিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সেনমার্টিন দ্বীপে আটকা পড়াদের ট্রলারে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন

×