ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৫

ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১২:০০ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ১২:২৪

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও ৩ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হয়েছে পাঁচজন। পুলিশের দাবি, তারা সবাই আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ থানার আটি বাজার এলাকার এইচএম আলম টাওয়ারের নুপুর স্বর্ণবিতান থেকে নগদ ৬৮ হাজার টাকা ও এক ভরি ৫ আনা ওজনের স্বর্ণাংলকার এবং ঢাকা মেট্টো পলিটন পুলিশের কোতয়ালী থানার তাঁতী বাজারের মেসার্স হাবিবুর রহমান বুলিয়ান স্টোর থেকে ৩ লাখ টাকা লুট হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন থেকে অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণালংকার ও টাকা গোয়ালন্দ থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযানে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আনোয়ার দেওয়ান, জামাল মাদবরকান্দির মঞ্জু মৃধা অরফে মন্টু, মোনার দেউল গ্রামের ছাব্বির ওরফে স্বপন, মাদারীপুর জেলা সদরের কামাল খাঁ ও ঢাকার কেরানীগঞ্জ এলাকার বিশ্বনাথ সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। আসানিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×