ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কর্মসৃজন প্রকল্পের শ্রমিককে কুপিয়ে হত্যা

কর্মসৃজন প্রকল্পের শ্রমিককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১২:১৬

বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী নামে কর্মসৃজন প্রকল্পের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার দক্ষিনপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 
কায়সার আলী ওই গ্রামের মৃত গরিবুল্লার ছেলে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। 
কায়সার আলী ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসুচীর শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতে মিনহাজুল নামের এক ব্যক্তি মাছের পুকুর পাহারা দিতেন। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দক্ষিণপাড়া মসজিদের সামনে ফেলে যায়। ভোরে মোয়াজ্জেম আব্দুস ছামাদ আযান দিতে মসজিদের পথে রওনা দেন। এ সময় কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখে গ্রামবাসিকে জানান। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তদের অপকর্ম দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। 

আরও পড়ুন

×