কাঁপল টেকনাফ
দিনভর মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দে কাঁপল টেকনাফ, বন্ধ নাফ নদ জেটি

টেকনাফ সীমান্ত। ফাইল ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ২০:৫০ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ২১:১২
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সদস্যদের লড়াই চলছেই। বৃহস্পতিবার দিনভর মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকা। এদিকে গোলাগুলি বেড়ে যাওয়ায় বুধবার থেকে নাফ নদের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে মানুষের চলাচল বন্ধ করা হয়েছে।
রাখাইনের সুদাপাড়ার বাসিন্দা মো. ফয়সাল টেলিফোনে সমকালকে বলেন, মংডুর সিকদারপাড়ায় ক্যাম্প দখলে জান্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে বিদ্রোহীদের। বৃহস্পতিবার সকাল থেকে গ্রাম খালি করতে মাইকিং করা হয়। পরে হামলা জোরদার হয়। গইন্যা, গজ্জনিয়াপাড়াসহ কয়েকটি গ্রামে যুদ্ধবিমান থেকে বোমা ফেলেছে জান্তা বাহিনী।
এ হামলার প্রভাবে টেকনাফ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের বাসিন্দা মোহাম্মদ কাদের বলেন, যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছে। গোলার শব্দে এপারের বাড়িঘরে টেকা যাচ্ছে না। টেকনাফ জেটি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।
শাহপরীর দ্বীপের জেটি ঘাটের ভ্রাম্যমাণ দোকানি মোহাম্মদ সেলিম বলেন, বৃহস্পতিবার এখানে গোলার শব্দ কম শোনা গেলেও চালু হয়নি জেটি ঘাট।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, এপারে বিকট শব্দ এলেও ভয়ের কোনো কারণ নেই। সীমান্তে তারা কঠোর অবস্থানে আছেন। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছেন।
- বিষয় :
- কক্সবাজার
- নাফ নদ
- মিয়ানমার
- মর্টার শেল