চুরি করতে নিষেধ করায় স্ত্রীকে গলা কেটে হত্যা

ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১১:৫৭
চুরি করতে নিষেধ করায় সুফিয়া বেগম নামে এক গৃহবধুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আসমত আলীর বিরুদ্ধে। ঘটনার পর সে শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতের কোন একসময় নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি আসমত আলীর পেশা। তাকে নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হলেও তিনি এ পেশা ছাড়েননি। তা নিয়ে সুফিয়া বেগমের সঙ্গে ঝগড়া লেগেই থাকত। আজও একটি চুরির ঘটনা নিয়ে সালিশ হওয়ার কথা ছিল। গতকাল রাতে এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এর এক পর্যায়ে আসমত তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে নিজেই ভাতিজা আনোয়ারকে ফোন করে বাড়িতে কি হয়েছে খোঁজ নিতে বলে। আনোয়ার গিয়ে মেঝেতে সুফিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ খবর জানাজানি হলে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গলা কেটে হত্যা
- নাটোর
- বাগাতিপাড়া