ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কমলগঞ্জে অবাধে চলছে মাদক-জুয়ার আসর

কমলগঞ্জে অবাধে চলছে মাদক-জুয়ার আসর

প্রতীকী ছবি

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০৫:১২

কমলগঞ্জ উপজেলায় রাজনৈতিক ছত্রছায়ায় ও জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে বেড়েই চলেছে অবৈধ মাদকের কারবার ও জুয়ার আসর। মাদক কারবার থেকে বাদ পড়েনি নারী-পুরুষ কেউই।

উপজেলার পাড়া-মহল্লায় অনেকটা খোলামেলাভাবেই চলছে মাদকের বেচাকেনা ও জুয়ার আসর। কাঁচা টাকার লোভে স্থানীয় কিশোর ও যুবকরা বেশি জড়িয়ে পড়ছে অবৈধ এ কারবারে। প্রশাসনের পক্ষে মাঝে মাঝে অভিযান চালিয়ে খুচরা মাদক বিক্রেতাদের ধরা হলেও। স্থানীয় পর্যায়ে মাদক কারবারের মূলহোতারা রয়ে যাচ্ছেন আড়ালে। একই পরিস্থিতি জুয়ার ক্ষেত্রেও। যার কারণে থামানো যাচ্ছে না মাদক ও জুয়ার আসর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদক বিক্রেতা ও জুয়ার আসরের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেওয়া তথ্য হতে জানা যায়, বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে চা বাগানে দেশীয় পদ্ধতিতে তৈরি করা চোলাই মদ আর গাঁজা। এ ছাড়া উপজেলার ইসলামপুর ও চাতলাপুর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলসহ অন্যান্য মাদক। 

জানা যায়, উপজেলার ২২টি চা বাগানে বৈধ মদের পাট্টা রয়েছে। এসব পাট্টায় মাদক সহজ লভ্য হওয়ায় সেগুলো বাগানের শ্রমিকদের পাশাপাশি বস্তি এলাকার উঠতি বয়সের যুবকরাও গ্রহণ করছে। আর এখানেই সৃষ্টি হচ্ছে বিপত্তির। চোলাই মদের চাহিদা বাড়ায় স্থানীয় একটি চক্র পাত্রখোলা, মাধবপুর, ফুলবাড়ী, আলীনগর, মদনমোহনপুর, চাতলাপুর, শমসেরনগর, দেওড়াছড়া ও কানিহাটি চা বাগানে নিজেদের বাড়িতেই গড়ে তুলেছেন চোলাই মদের কারখানা ও অবৈধ পাট্টা।

স্থানীয়রা জানান, মাদক বেচাকেনাসহ ও জুয়ার আসর চলে উপজেলার সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামের রেনু নামে এক ব্যক্তির দোকানের সামনের একটি বাড়িতে। এ ছাড়া মাধবপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের পার্শ্বে অবস্থিত মসজিদের পাশে, কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের এক মহিলা জনপ্রতিনিধির বাড়িতে, পশ্চিম কুমড়া কাপন ও দক্ষিণ কুমড়া কাপনের দুটি বাড়িতে মাদক বিক্রি হচ্ছে।

অভিযোগ রয়েছে সদর ইউনিয়নের রানীর বাজারস্থ ধলাই নদীর পাড়-সংলগ্ন শ্মশানঘাট, শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রাম, আলীনগর ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনেসহ বিভিন্ন স্থানে বসছে জুয়ার আসর।

কমলগঞ্জ থানার  সাইফুল আলম জানান, অবাধে মাদক ও জুয়ার আসর চলার কোনো সুযোগ নেই। জুয়া ও মাদকের ব্যাপারে তারা সোচ্চার। জুয়া ও মাদক বন্ধে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

×