ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পা পিছলে সেপটিক ট্যাংকে মা, উদ্ধারচেষ্টায় ছেলেসহ নিহত ৩

পা পিছলে সেপটিক ট্যাংকে মা, উদ্ধারচেষ্টায় ছেলেসহ নিহত ৩

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১০:০৪ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১০:২৯

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ধাপ উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৬), ছেলে হুদা মিয়া (৩৫) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)। 

এ তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে সময় কচুশাক তুলতে গিয়ে পা পিছলে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। পরে তাকে তুলতে নিচে নামেন ছেলে হুদা মিয়া। এর পর সেফটিক ট্যাংকে নামেন ইবলুল মিয়া। ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা মারা যান। পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করেন। 

মিঠাপুকুর থানার ওসি বলেন, বিষয়টি মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×