ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এ. কে. আজাদ 

ফরিদপুরে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এ. কে. আজাদ 

যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কে আজাদ। ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ০৪:১৮

বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফরিদপুরে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। শনিবার সন্ধ্যায় শহরের ঝিলটুলিস্থ এমপির বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মেহরিন শেখ অয়নিকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি যুব মহিলা লীগের সর্বাত্মক সাফল্য কামনা করেন। তিনি এ সময় বলেন, যুব মহিলা লীগের প্রতি ওয়ার্ড ও ইউনিয়নের কমিটিকে সচল করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

ফরিদপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রাবেয়া বৃষ্টির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, সদস্য মনিরুল হাসান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, কৈজুরি ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসারফ হোসেন মুছা ফকির, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুচিত্রা রায়, ডা. মো. ওয়াহিদ।

এ সময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে নেতৃবৃন্দ উপস্থিত সকলকে খাওয়ান নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×