মির্জাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৩:৫১
টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে আশিক খান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। রাতে সাপে কামড়ের পর সকালে এন্টিভেনম দিয়েও তাঁকে বাঁচানো যায়নি।
নিহত আশিক খান মির্জাপুর উপজেলার উয়ারশি ইউনিয়নের উয়ারশি গ্রামের মৃত শাকিল খানের ছেলে। আশিকের খালু উয়ারশি গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘর থেকে গরু দেখতে গোয়ালের দিকে যাওয়ার সময় আশিক খানকে সাপে কামড় দেয়। এ সময় গোখরা সাপে কামড়েছে বলে তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। রাতেই তাঁকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে এন্টিভেনম না থাকায় আশিককে ঢাকার সমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে এন্টিভেনম দেওয়ার কিছুক্ষণ পর আশিকের মৃত্যু হয়।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা চৌধুরী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, রাত ১১টায় ওই রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা চৌধুরী রোগীর সাপে কাটার প্রাথমিক আলামত না থাকায় কিছু পরীক্ষা করাসহ পর্যবেক্ষণে রাখেন। অনেক ক্ষেত্রে এসব রোগীর জন্য আইসিইউ প্রয়োজন হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ না থাকায় রোগীর স্বজনরা তাঁকে অন্যত্র নিয়ে গেছেন।