ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সফল অস্ত্রোপচারে হাসপাতালে সিজারিয়ান কার্যক্রম শুরু

সফল অস্ত্রোপচারে হাসপাতালে সিজারিয়ান কার্যক্রম শুরু

আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে সফল সিজারিয়ান অপারেশনের পর নবজাতকসহ চিকিৎসকরা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১৬:৪৭ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১৬:৪৯

আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি) সফল অস্ত্রোপচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিজারিয়ান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের ওটিতে প্রথম সিজারিয়ান অপারেশনে একটি মেয়ে সন্তান প্রসব করেন মোছা. চম্পা বেগম নামে এক প্রসূতি। 

চম্পা বেগম কুড়িগ্রাম জেলার বুড়ুংমারি উপজেলার শয়তান মোড়ের জুটমিল শ্রমিক মো. শফিকুল ইসলামের স্ত্রী। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রসব বেদনা উঠলে চম্পা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। হাসপাতালের ওটিতে প্রথম সিজার হিসাবে চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তা সম্পন্ন করেন। এই অস্ত্রোপচারের যাবতীয় চিকিৎসা ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেন। 

প্রসূতি চম্পা বেগম ও তাঁর স্বামী শফিকুল ইসলাম বলেন, তাদের প্রথম সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে হাসপাতালের প্রথম সিজারিয়ান অপারেশন হওয়ায় তারা বেশ চিন্তিত ছিলেন। কিন্তু সুষ্ঠুভাবে ও বিনা খরচে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার তারা আনন্দিত ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে আশুগঞ্জ উপজেলা পরিষদের একটি কক্ষে হাসপাতালের কার্যক্রম চালু হয়। পরে ২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের উদ্বোধন করেন। নতুন হাসপাতাল হিসেবে সরঞ্জামসহ নানা কারণে এতদিন অপারেশন থিয়েটার (ওটি) চালু করা সম্ভব হয়নি। সব প্রতিবন্ধকতা পেরিয়ে কিছু দিন আগে ওটি চালু হয়। গতকাল মঙ্গলবার প্রথম সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার হাসপাতালে সিজারিয়ান কার্যক্রম চালু থাকবে।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা বলেন, তাঁর কার্যকালে সফলভাবে হাসপাতালে সিজারিয়ান কার্যক্রম চালু করতে পেরে তিনি আনন্দিত। এজন্য তিনি হাসপাতালের গাইনী কনসালটেন্স ডা. কামরুন্নাহার বেগম ও এনেসথেসিয়া চিকিসক ডা. অর্পনা দাসসহ সংশ্লিস্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আরও পড়ুন

×