ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাহাড়ধসে কক্সবাজারে প্রাণ গেল ২ জনের

পাহাড়ধসে কক্সবাজারে প্রাণ গেল ২ জনের

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১০:৫০ | আপডেট: ১১ জুলাই ২০২৪ | ১১:১৭

ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার শহরের সিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের সিকদারপাড়া এলাকার হাসান (১০) ও পলাংকাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে নারী ও শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এ পর্যন্ত দুজনের নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

×