নবাবগঞ্জের ‘অল্প’ সড়কে বেশি দুর্ভোগ

১৫ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও জনপ্রতিনিধিরা কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। ছবি: সমকাল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১৫:৪৩
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর হরিসভা মন্দির থেকে গোবিন্দপুর ইয়ুথ ক্লাব মাঠ পর্যন্ত পাকা এ সড়কটির দৈর্ঘ্য মাত্র দুই কিলোমিটার। কিন্তু ছোট এই সড়কটিতেই দুর্ভোগ যে সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধিদের অবহিত করার পরও সমস্যার সমাধান হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে দেবে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে জমে হাঁটু পানি। পানি প্রবাহিত না হওয়ার কারণে রাস্তা ভেঙে গেছে। ফলে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয়রা পড়েছে চরম দুর্ভোগে। শিগগিরই রাস্তাটি মেরামত না করা হলে, রাস্তার পাশের বাড়ি ঘরও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৫ দিন ধরে রাস্তাটি ভেঙে রয়েছে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানোর পরেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না।
স্থানীয় মুদি দোকানদার ইউসুফ বলেন, রাস্তাটি গত ১৫ দিন ধরে ভেঙে পড়ে আছে। বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের জানানোর পরেও কোন কাজ হচ্ছে না। রাস্তাটি ভাঙার কারণে আমার দোকানে ডেলিভারি-ম্যান গাড়ি নিয়ে এখন আর মালামাল (বিক্রির পণ্য) দিতে আসে না। বাধ্য হয়ে আমি অন্যত্র থেকে বেশি খরচ দিয়ে মালামাল কিনে এনে বিক্রি করি।
গৃহবধূ রিফা বলেন, বাড়ির সামনের রাস্তা ভেঙে এখন আমাদের বাড়ি-ঘর ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু চেয়ারম্যান-মেম্বাররা এ বিষয়ে কোন খোঁজ খবরই নেয় না। উল্টো আমরা তাদের জানালেও তারা কর্ণপাত করছেন না।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য গীতা রানী বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে দেখেছি রাস্তাটি ভেঙে পড়ে আছে। বিষয়টি আমাদের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি শুধু শুনেছেন কোন পদক্ষেপ গ্রহণ করেননি। আমি একজন সাধারণ মেম্বার হয়ে কিছুই করতে পারবো না।
যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মনিরুজ্জামান তুহিন বলেন, বৃষ্টির কারণে সড়কের অনেকটাই ক্ষতি হয়েছে। শুধু এই সড়কই নয়, আরও কয়েকটি স্থানে সড়ক নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। বিষয়গুলো নিয়ে এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নবাবগঞ্জ