ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঝির মৃত্যু

খেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঝির মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ২১:৫৯

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি খেয়ানৌকায় পাওয়া গেছে মাঝির বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরদেহ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্ব চান্দেরচর গ্রামের ধলেশ্বরী শাখা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তিনি দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

নিহত মাঝি লাল চান একই উপজেলার পশ্চিম চান্দেরচর গ্রামের আবদুল মালেক মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় ধলেশ্বরী শাখা নদীতে খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ করতেন। রাতেও তাঁর নৌকায় করে বিভিন্ন ইটভাটার শ্রমিকরা নদী পার হন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ধলেশ্বরীর শাখা নদীর তীরে গড়ে উঠা একটি ইটভাটার সামনে নৌকা নোঙর করেন লাল চান। তাদের ধারণা, এ সময় ভাটাটির বৈদ্যুতিক তারের সঙ্গে নৌকার লগি যুক্ত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। শুক্রবার সকালে নৌকাতেই তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

×