কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

ফুলবাড়ীর গজেরকুটি-খলিশা কোঠাল রাস্তায় শনিবার রোপণ করা হচ্ছে ধানের চারা সমকাল
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ২২:২০
গ্রামীণ কাঁচা রাস্তাটি সাড়ে তিন কিলোমিটার। শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় থাকে কর্দমাক্ত। এতে গ্রামীণ রাস্তাটি বেহাল হওয়ায় এলাকার মানুষ বর্ষায় হাঁটুকাদায় দুর্ভোগ সহ্য করছেন দীর্ঘদিন। তবে পাকা করার উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। তাই এবার ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন ফুলবাড়ীর গজেরকুটি ও খলিশা কোঠাল এলাকার বাসিন্দারা।
গতকাল শনিবার এলাকার হয়রত আলী, মফিজুল ইসলাম, আক্কাস আলীসহ স্থানীয়রা এভাবে প্রতিবাদ জানান। রাস্তাটি দিয়ে যানবাহন ছাড়াও পাঁচটি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও আলী হোসেনের ভাষ্য, রাস্তাটি পাকা করার জন্য ইউপি সদস্য, চেয়ারম্যানসহ সংসদ সদস্যের কাছে বারবার জানানো হয়েছে। কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন না। এখন গর্ত হয়ে পানি জমে একাকার হয়ে যাচ্ছে। এভাবে স্বাধীনতার ৫৩ বছর কেটে গেল।
এ রাস্তা দিয়ে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করে জানিয়ে স্থানীয়রা বলছেন, ব্যবসার জন্য ব্যবসায়ীদের পণ্য পরিবহনে কষ্ট পোহাতে হয়। অসুস্থ রোগীকে চিকিৎসা দিতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে। চিকিৎসককে ফোন করা হলেও রাস্তার বেহাল দেখে আসেন না। অটোরিকশাও চলে না। অনেক ছেলেমেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে।
স্কুলপড়ুয়া আছমা খাতুন ও বেলাল হোসেনের কথায়, প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করতে খুবই কষ্ট হয়। জুতা খুলে হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে কাদা লেগে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, লোকজন চলাচলের জন্য বালু ফেলতে আর্থিক সহায়তা চেয়েছেন। সে সহায়তা দেওয়া হয়েছে।
এমপির নির্দেশে রাস্তাটি তালিকাভুক্ত করা হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, বরাদ্দ এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও রেহেনুমা তারান্নুম বলেন, রাস্তাটি লটভুক্ত করে পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রাস্তা খোঁড়া