ভেলা নৌকায় চলাচল ১৫ পরিবারের

ছাতক পৌরসভার দক্ষিণ মণ্ডলীভোগের পানিবন্দি এলাকা। ছবিটি রোববার তোলা সমকাল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ২২:৩৩
টানা বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। ঘর থেকে বের হয়ে শহরে যাওয়ার রাস্তা নেই। বর্ষা মৌসুমে কলাগাছের ভেলা ও ছোট নৌকা দিয়ে চলাচলই একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে এমন ভোগান্তিতে রয়েছেন ছাতক পৌরসভার দক্ষিণ মণ্ডলীভোগ এলাকার ১৫টি পরিবার।
কয়েক বছর পেরিয়ে গেলেও প্রথম শ্রেণির পৌরসভা ছাতকের দক্ষিণ মণ্ডলীভোগ আবাসিক এলাকার রাস্তার সমস্যা সমাধান হয়নি। স্থানীয়রা বলছেন, রাস্তার সমস্যা সমাধানে পৌরসভা কর্তৃপক্ষের আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মণ্ডলীভোগ আবাসিক এলাকায় শতাধিক পরিবার বসবাস করেন। এর মধ্যে পৌরসভার ভবন-সংলগ্ন আবাসিক এলাকায় অনেক পরিবারের বাড়ি থেকে বের হওয়ার নিজস্ব কোনো রাস্তা নেই। এখানকার নিচু এলাকায় বসবাস করেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্যানচালক এবং দরিদ্র দিনমজুরদের ১৫টি পরিবার। এসব পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নেই। যে কারণে দক্ষিণ মণ্ডলীভোগ আবাসিক এলাকার বাসিন্দাদের যাতায়াতে পোহাতে হয় চরম ভোগান্তি। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুমে পানি বাড়লে এই এলাকার বাসাবাড়ির লোকজন বাইরে বের হতে পারেন না।
রোববার সকালে পৌরসভার ওই এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার চারদিকে বন্যার পানি। বৃষ্টি কমলেও দূর হয়নি জলাবদ্ধতা। কয়েকটি শিশু কলাগাছের ভেলায় চড়ে বাড়ি ফিরছে। অন্য এক দিনমজুর বাজার থেকে সদাই নিয়ে ছোট নৌকায় নিজের ঘরে ফিরছেন। এখানে পৌরসভার কোনো সড়ক না থাকায় নাগরিকরা এমন কলাগাছের ভেলা আর ছোট নৌকায় করেই চলাচল করছেন।
স্থানীয় শিক্ষার্থী উজ্জ্বলা রানী মালাকার জানান, বর্ষা মৌসুমে তাদের ভোগান্তির শেষ নেই। অল্পবৃষ্টিতে কাদামাটি মাড়িয়ে অন্যের জমি দিয়ে যাতায়াত করতে হয়। ভ্যানচালক চন্দন দাস জানান, বেঁচে থাকার তাগিদে রোজগারের জন্য প্রতিদিন পানি ভেঙে চলাচল করছেন।
বীর মুক্তিযোদ্ধার সন্তান দীপক মালাকার জানান, অন্যের জমির ওপর দিয়ে তাদের চলাচল করতে হয়। এ নিয়ে প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। বাধ্য হয়ে তাদের এভাবে চলাচল করা হচ্ছে। পৌরসভার একটি এলাকার সড়ক ব্যবস্থা এতটা নাজুক হতে পারে তা ভাবাই যায় না। ব্যবসায়ী সিতেন্দ্র মালাকার জানান, রাস্তা না থাকার বিষয়টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী জানান, দক্ষিণ মণ্ডলীভোগ আবাসিক এলাকার বাসিন্দাদের অনেক পরিবারের চলাচলের রাস্তা নেই। এই বিষয়ে পৌরসভা বৈঠকেও আলোচনা হয়েছে। স্থানীয়দের দুর্ভোগ লাগবে রাস্তা তৈরির ব্যাপারে চেষ্টা চলছে।
- বিষয় :
- নৌকা