চট্টগ্রামে নতুন ব্রিজে অবস্থান করছেন আন্দোলনকারীরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ছবি: সমকাল
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৬:২১ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ১৬:৩৪
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে আজ চলছে ‘কমপ্লিট শাটডাউন’। বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল তুলনামূলক কম দেখা গেছে। সকাল ১০টায় তৃতীয় কর্ণফুলী সেতুতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় সকাল ১০টার আগে থেকে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় চট্টগ্রামের প্রবেশ পথ শাহ আমানত তৃতীয় কর্ণফুলী সেতুর শহীদ বশরুজ্জামান চৌধুরী চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এই প্রবেশ পথ দিয়ে চট্টগ্রামের সাতটি উপজেলা, কক্সবাজার ও বান্দরবানের বাসিন্দাদের যাতায়াতের পথ। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।
- বিষয় :
- চবি শিক্ষার্থী
- চবি
- কোটা সংস্কার আন্দোলন
- শাটডাউন