আন্দোলনের নামে নৈরাজ্য
এ. কে. আজাদের নির্দেশনায় ফরিদপুরে শান্তি মিছিল ও সমাবেশ

ফরিদপুরে এ. কে. আজাদের নির্দেশনায় শান্তি মিছিল। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ২০:১৩
ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদের নির্দেশনায় কোটা সংস্কারের আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, মানুষ হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও মুক্তিযোদ্ধাদের নামে অশালীন ভাষা ব্যবহারের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এমপি এ. কে. আজাদের বাসভবন থেকে শান্তি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফরিদপুর প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জামায়াত-বিএনপি মিশে গিয়ে দেশে মানুষ হত্যা ও জ্বালাও পোড়াও শুরু করেছে। যারা অগ্নিসংযোগ করেছে, ছাদ থেকে ফেলে দিয়েছে, মানুষ হত্যা করেছে তারা সাধারণ শিক্ষার্থী নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আন্দোলনকারীদের দাবির প্রতি শ্রদ্ধা নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের বৈঠক হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কথা চলছে। আদালতের রায় ৭ আগস্টের পরিবর্তে আগামী রোববার হবে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত তানিয়া, শহর আওয়ামী লীগের নেতা ডা. ওয়াহিদুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম মিয়া। সমাবেশ সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাতিন।
- বিষয় :
- ফরিদপুর
- কোটা সংস্কারের দাবি
- মিছিল
- এ কে আজাদ