গুরুদাসপুরে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আরিফুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ছবি: সমকাল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১১:৫৮
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত দশটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চিতলাপাড়া গ্রামের তফিজ উদ্দিন মোল্লার ছেলে ব্যবসায়ী আরিফুল ইসলামের সঙ্গে একই এলাকার রব্বেল মোল্লার ছেলে বজলু মোল্লা, নজরুল মোল্লাসহ তার অনুসারীদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী আরিফুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের প্রায় ৮-১০ জন ব্যক্তি। হামলা চালানোর পর বাড়িতে থাকা সকলেই মারধরের শিকার হয়ে পালিয়ে গেলে প্রতিপক্ষ বজলু মোল্লা, নজরুল মোল্লা, রুমি বেগম, সিহাব মোল্লা ও জিয়ারুল মোল্লা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে চলে যায়। এ সময় বাড়ি-ঘরে ভাঙচুর করে।
ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতে অতর্কিত হামলার শিকার হয়েছেন তারা। হামলা, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণের অলংকার মিলে প্রায় ৮ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। অপরাধীদের শাস্তি ও সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে বজলু মোল্লা মুঠোফোনে জানান, ব্যবসায়ী আরিফুল ইসলামের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে তাদের। শত্রুতা থাকার কারণে নিজের বাড়িতে নিজেরাই ভাঙচুর করে তাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডে তারা জড়িত নয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- নাটোর
- গুরুদাসপুর
- বাড়িতে হামলা
- ভাংচুর