ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না বিআরটি প্রকল্প 

নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না বিআরটি প্রকল্প 

গাজীপুরে বিআরটি প্রকল্পের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শনে এবিএম আমিন উল্লাহ নূরী

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ২১:২০

বিআরটি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। তিনি বলেছেন, আমাদের স্বপ্ন ওরা ধূলিসাৎ করে দিয়েছে। যেভাবে কাজ চলছিল, তাতে আগামী সেপ্টেম্বরে কাজ শেষ হতো এবং ডিসেম্বরে গাড়ি চলতো। কোটা আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের তাণ্ডবে গাজীপুরে বিআরটি প্রকল্পের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শনে এসে শনিবার সচিব এসব কথা বলেন। 

মহাসড়ক বিভাগের সচিব বলেন, আমি বিশ্বাস করি না এটা ছাত্ররা করেছে। ভাঙার যে কৌশল দেখলাম, প্রতিটা এস্কেলেটর ও লিফট পুড়ে গেছে, এস্কেভেটর, বড় বড় লোহার সাটার ভেঙেছে। এগুলো একেবারে প্রশিক্ষিত যারা দুর্বৃত্ত, তারা এ কাজটা করেছে। আগে তারা একটা পরিকল্পনা করেছে এবং সেই মোতাবেক তারা কাজটা করেছে। 

গাজীপুর সড়ক ভবন পরিদর্শনে শেষে আমিন উল্লাহ নূরী বলেন, এখানে যে গাড়িগুলো দেখছেন, সবগুলো নতুন। এখানে যদি ডিজেল থাকতো, তাহলে পুরো এলাকা ধ্বংস হয়ে যেত। যদি গাড়ির দু-একটা সিলিন্ডার বিস্ফোরণ হতো, তাহলে ভয়াবহ ঘটনা ঘটতো। পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ ঘটানোর জন্য এটা করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী শরিফুল ইসলাম, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলম, জিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন প্রমুখ। 

 


 

আরও পড়ুন

×