ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জমি দখল করতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

জমি দখল করতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

ফাইল ছবি

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ২০:৫৯

পটুয়াখালীতে জমি দখল করতে মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজীর স্ত্রী সোনাবান বেগম। 

এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজীর ছেলে ফারুক গাজী ও খোকন গাজী, মেয়ে মোসা. নুরুন্নাহার বেগম, রেখা বেগম, পরি বেগম, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বাদল ব্যানার্জি, সিরাজুল আলম মোল্লা, মো. নজরুল ইসলাম ও চাঁন মিয়া উপস্থিত ছিলেন।

অভিযোগ থেকে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজীর পরিবারের সঙ্গে তাঁর ভাই কোব্বাত আলী গাজীর পরিবারের বিরোধ চলছিল। ইউপি চেয়ারম্যান ও সদস্য উভয় পক্ষকে নিয়ে বসে কাগজপত্র পর্যালোচনা করে সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণ করে দেন। এর পরও কোব্বাত আলীর লোকজন ওই জমি দখলের পাঁয়তার করেন। গত ২৬ জুলাই মুক্তিযোদ্ধার সন্তানরা ওই জমিতে ঘর তুলতে এবং সীমানা প্রাচীর দিতে যান। এ সময় কোব্বাত আলী গাজীর ছেলে মো. নান্নু গাজী, মো. বাবুল গাজীসহ তাদের পরিবারের সদস্যরা হামলা চালায়। তারা মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করলে সাতজন আহত হয়। খবর পেয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি ও নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পরপরই পটুয়াখালী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। 

এ বিষয়ে পটুয়াখালী মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বাদল ব্যানার্জি বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করতে হামলা চালানো দুঃখজনক।  আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।’  

কথা হলে অভিযুক্ত মো. হাবলু গাজী বলেন, আমরা কারও জমি দখল বা মারধর করিনি। বাপ-দাদার জমি ভোগদখল করছি। বরং মান্নান গাজীর স্ত্রী ও তাঁর ছেলেমেয়েরা গায়ের জোরে আমাদের জমি দখলের চেষ্টা করছেন। তারাই আমাদের ওপর হামলা করেছেন। হাসপাতালে গেলেই প্রকৃত ঘটনা জানতে পারবেন। 

আরও পড়ুন

×