ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনায় সতর্ক পুলিশ, মাঠে নামতে পারেনি শিক্ষার্থীরা

খুলনায় সতর্ক পুলিশ, মাঠে নামতে পারেনি শিক্ষার্থীরা

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৮:৩৩

খুলনা নগরীর পিটিআই মোড়ে সোমবার দুপুর ৩টায় বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। এর আগেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। শিক্ষার্থীদের কয়েকজন পিটিআই মোড়ের দিকে গেলেও পুলিশ দেখে সরে আসেন। 

নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে পারে দিনভর এমন গুঞ্জন ছিল। সকাল থেকে সেখানেও মোতায়েন ছিল পুলিশ। যায়নি শিক্ষার্থীরা। এ দুটি এলাকা ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে টহল দেয় পুলিশ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিবৃতিতে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। না মানলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে এমন হুঁশিয়ারি দেন তারা।
 
 

আরও পড়ুন

×