ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে খুবি শিক্ষকদের অবস্থান 

দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে খুবি শিক্ষকদের অবস্থান 

দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের দাবিতে শিক্ষকদের মানববন্ধন। সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪ | ১৮:১৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ | ১৮:২২

দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় বক্তব্য দেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। কর্মসূচিতে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরাও অংশ নেন। পরে তারা র্যা লি বের করেন। 

বক্তারা বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। মানুষ ভেবেছিল তারা শোষণ, বঞ্চনা, দুর্নীতি, লুটপাট থেকে মুক্তি পাবে। কিন্তু তা হয়নি। স্বৈরশাসকরা বারবার জুলুম, নির্যাতন, স্বৈরশাসন কায়েম করেছে। মানুষকে দাসে পরিণত করেছে। সত্য-ন্যায়ের কথা বলতে দেয়নি। একই উদ্দেশ্যে ছাত্র-জনতা আবারও জেগে উঠেছে। সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। শত শত প্রাণের বিনিময়ে আজ এ দেশে নতুন সূর্যের উদয় হয়েছে। এ জয় ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরকে ঢেলে সাজাতে হবে। আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও যাতে কোনো মহল দুঃশাসন, স্বৈরাচার কায়েম করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এ দেশ আলোকিত বাংলাদেশ হবে।

আরও পড়ুন

×