ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: শামা ওবায়েদ

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: শামা ওবায়েদ

নগরকান্দা শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে শ্যামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৬:৫৯

‘ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে দেশ আজ ঐক্যবদ্ধ। এ প্রজন্মকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। চলমান পরিস্থিতিতে অনেকেই বিশৃঙ্খলার চেষ্টা করবে। কেউ হিন্দুদের বাসাবাড়ি, মন্দির, দোকানপাটে আক্রমণ করবেন না। দলের নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা, চাঁদাবাজি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (১২ আগস্ট) বিকেলে নগরকান্দা শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। এ সময় তিনি শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। 

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহসভাপতি আশরাফ আলী মুন্সী, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি আলমগীর হোসেন বকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান।

শামা ওবায়েদ আরও বলেন, ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে এ সরকারের পতন হয়েছে। এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। অবাধ্যদের দল থেকে বহিষ্কার করা হবে। সুবিধাবাদী কোনো লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 
 

আরও পড়ুন

×