ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৯:৩৩

ফরিদপুরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে মাথায় ইট পড়ে জোবায়ের মোল্লা নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঝিলটুলি মহল্লার অনাথের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোবায়ের মোল্লার (২৫) ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের আলমগীর মোল্লার ছেলে।

ঝিলটুলি এলাকার অনাথের মোড়ে বারো তলা ভবনের কাজ চলছে। সকাল থেকে ট্রাকে করে ইট এনে ভবনের নিচে খালি জায়গায় জড়ো করা হয়। ইটগুলো বিশেষ যন্ত্র দিয়ে দশ তলায় তোলা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত একটি ইট নিচে থাকা শ্রমিক জোবায়ের মোল্লার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবনের নির্মাণ প্রকৌশলী শরীফ মো. ফয়সাল। 

স্থানীয়দের অভিযোগ, মইনুল ওমর খাজা দুই বছর আগে নিরাপত্তা ছাড়াই বারো তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন। এ নিয়ে এলাকাবাসী তাঁকে কয়েকবার সতর্ক করেন। তিনি কর্ণপাত করেননি। তাঁর গাফিলতিতে একটি তাজা প্রাণ নিভে গেল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 


 

আরও পড়ুন

×