ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শ্যামনগরে সম্প্রীতি সমাবেশ 

শ্যামনগরে সম্প্রীতি সমাবেশ 

শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিএনপি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৯:৪১

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অংশ নেন। তারা বলেন, ক্রান্তিকালে বিএনপি নেতারা তাদের পাশে দাঁড়ানোয় অনেকটা নির্ভার বোধ করছেন। 

হিন্দু নেতারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত ব্যবস্থা নিয়েছে। ফলে ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পাওয়া গেছে। এক ধরনের দুষ্কৃতকারী সংখ্যালঘুদের নির্যাতন করছে জানিয়ে তারা আরও বলেন, শুধু সংখ্যালঘু নয়; সব ধর্ম ও মতের মানুষ সাম্প্রতিক সময়ে নির্যাতনের শিকার হচ্ছে।

৫ আগস্ট থেকে শ্যামনগরে ঘটে যাওয়া কয়েকটি নির্যাতনের ঘটনা তুলে ধরেন নেতারা। তারা জানান, এই সময়ের চারটি অগ্নিকাণ্ডসহ ১০টি হুমকির তথ্য পেয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবে সমবেত চেষ্টায় এই মুহূর্তে উপজেলার পরিবেশ শান্ত বলে জানান তারা। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় সভায়। 

বিএনপি নেতা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের একাংশের সভাপতি অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, অপর অংশের সভাপতি কৃষ্ণেন্দু মুখার্জী, সাবেক অধ্যক্ষ বিধুস্রুবা মণ্ডল, অধ্যক্ষ সুভাষ মণ্ডল, প্রভাষক পরিমল মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল, সুকুমার বিশ্বাস প্রমুখ।
 

আরও পড়ুন

×